কুরআন শরীফ পৃথিবীর সবচেয়ে পঠিত কিতাব। এটিই বর্তমানে একমাত্র নির্ভূল কিতাব। সব আসমানী কিতাবসমূহের মধ্যে একমাত্র অপরিবর্তিত কিতাব। ক্বিয়ামাত পর্যন্ত এটি অপরিবর্তিত থাকবে। এই গ্রন্থ পাঠের ফযীলত অনেক। নিম্নোক্ত কিতাবটি দার-উস-সালাম থেকে প্রকাশিত কুরআন । এতে বেশ কিছু বৈশিষ্ট রয়েছে যা অন্যান্য কুরআনের অনুবাদ থেকে আলাদা করে রেখেছে।
এটির অনন্য বৈশিষ্ট্যগুলো হচ্ছে :
১.এটি অনুবাদ করেছেন বিখ্যাত লেখক, তাফসীর ইবনে কাসীরের অনুবাদক,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রাক্তন চেয়ারম্যান এবং লিমস উচ্চতর শিক্ষা কেন্দ্র,নিউইয়র্ক,আমেরিকা’র পরিচালক প্রফেসর ড: মুহাম্মদ মুজীবুর রহমান।
২.বইটির তরজমায় ত্রুটি বিচ্যুতির ব্যাপারে গবেষক মন্ডলীর পরামর্শ নেয়া হয়েছে।
২.এটি শুধু কুরআনের অনুবাদ নয়, বরং এটি সংক্ষিপ্ত তাফসীর
২. কুরআনের অনুবাদটি নেয়া হয়েছে তাফসীর ইবনে কাসীর হতে।
৩. কুরআনের অর্থ অনুবাদ সরল,প্রাঞ্জল ও বোধগম্য করা হয়েছে।
৪.সর্বোপরি কুরআনটি সৌদিআরবের বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান দার-উস-সালাম পাবলিকেশন প্রকাশ করেছে।
ধন্যবাদ বইটির অরিজিনাল আপলোডার কুরআনের আলো ডট কমকে। আল্লাহ তাদের উত্তম যাযা দান করুন।
বইটি যারা কিনতে ইচ্ছুক আপনারা