ঈদের জামাআত না পেলে কি করব? কাযা আদায় করতে হবে কি?
অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
উত্তর : অনেক বিজ্ঞ উলামায়ে কিরামের মতে দু’ রাকআত কাযা আদায় করতে হবে।
অপরদিকে আমাদের হানাফী মাযহাবের ইমাম আবূ হানীফা (রহ.) বলেছেন, ঈদের স্বলাত ধরতে না পারলে ইচ্ছা করলে কাযা আদায় করতে পারে। আর না করলেও কোন অসুবিধা নেই। যদি আদায় করে তবে চার রাক’আতও আদায় করতে পারে, আবার দু’ রাক’আতও পারে।
যে ব্যক্তি জামাত পাবে না সে একাও পড়তে পারে, আবার দু’ তিনজন পুরুষ বা নারী হোক তাদেরকে নিয়ে জামাতেও পড়তে পারে। সেক্ষেত্রে খুৎবা দেয়া প্রয়োজন নেই।
একবার আনাস রাদিআল্লাহু আনহু ঈদের জামাআত না পেয়ে নিজ পরিবারের সদস্যদের নিয়ে দু’রাক’আতে স্বলাত আদায় করেছিলেন। (বুখারী)
জামা’আতে যদি এক রাক’আত কম পায় তাহলে বাকী এক রাক’আত নিজে নিজে পড়ে নিবে।
>>>>>{কৃতজ্ঞতাঃ Hadith Online BD}<<<<<