তাবলীগ জামাতের ভ্রান্ত আক্বীদা-ফাযায়েলে সাদাকাত
ফাযায়েলে সাদাকাত-২য় খণ্ড-ষভ্ঠ পরিচ্ছেদ-পৃ:৩৩১; দারুল কিতাব
বলুন, আমার পালনকর্তা সত্য দ্বীন অবতীর্ণ করেছেন। তিনি আলেমুল গায়ব। (Saba 34: 48) তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী। তারা শরীক করে, তিনি তা থেকে উর্ধ্বে। (Al-Muminoon 23: 92)
নিশ্চয় আল্লাহর কাছেই কেয়ামতের জ্ঞান রয়েছে। তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে, তিনি তা জানেন। কেউ জানে না আগামীকল্য সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। (Luqman 31: 34) বলুন, আল্লাহ ব্যতীত নভোমন্ডল ও ভূমন্ডলে কেউ গায়বের খবর জানে না এবং তারা জানে না যে, তারা কখন পুনরুজ্জীবিত হবে। (An-Naml 27: 65)
>>>>>Special Courtesy:- dararqam.com<<<<<
You must be logged in to post a comment.