ইফতার প্রসঙ্গ

ইফতার প্রসঙ্গ —————- ইফতার করার সঠিক সময় হল সূর্যাস্তের সাথে সাথে।। সুতরাং যদি সূর্যাস্ত হয় ৬ টা ১১ মিনিটে তাহলে ইফতার করার সঠিক সময় হল ৬ টা ১১ মিনিট।। এর বিপরীত করা রাসূল {সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম} এর সুন্নাহ পরিপন্থী।। সাহল ইবনু সা‘দ (রাঃ) হতে বর্ণিত যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ লোকেরা যতদিন শীঘ্র …

Read more

Share:

ইফতারের খাদ্য সম্পর্কিত সহীহ ও যঈফ হাদীস সমূহ

লেখকঃ আসাদ রনি সহীহ হাদীস সমূহঃ ১) ‘আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সঙ্গে রওয়ানা দিলাম এবং তিনি সওমরত ছিলেন। সূর্য অস্ত যেতেই তিনি বললেনঃ তুমি সওয়ারী হতে নেমে আমাদের জন্য ছাতু গুলে আন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আর একটু সন্ধ্যা হতে দিন। তিনি …

Read more

Share:

দ্রুত ইফতার করা, ছিয়ামের আদব

দ্রুত ইফতার করা, ছিয়ামের আদব ! ========================= ছিয়ামের আদব হচ্ছে, দ্রুত ইফতার করা। সূর্য অস্ত যাওয়া নিশ্চিত হলে বা অস্ত যাওয়ার অনুমান প্রবল হলেই সাথে সাথে দেরী না করে ইফতার করা। কেননা রাসুল ﷺ বলেন, لَا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ -মানুষ কল্যাণের মাঝে থাকবে, যতদিন তারা দ্রুত ইফতার করবে। [বুখারী, অধ্যায়: ছিয়াম, অনুচ্ছেদ: …

Read more

Share: