সালাতে রাফায়েল ইয়াদাইন করার পক্ষে হাদিস সমূহ
ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছি যে, তিনি সালাত শুরু করতে তাঁর দু হাত তাঁর দু কাঁধ পর্যন্ত উত্তোলন করতেন, তিনি রুকূতে যেতে এবং রুকূ থেকে মাথা তুলতেও তাই করতেন, কিন্তু দু সাজদাহর মাঝখানে হাত উত্তোলন করতেন না। সুনানে ইবনে মাজাহ ৮৫৮, তাখরীজ কুতুবুত সিত্তাহ: বুখারী ৭৩৫-৩৬, …