রক্তপাত, মারামারি, সম্মানহানী, পরনিন্দা, গালাগালি ও তুচ্ছতাচ্ছিল্য করা হারাম
✪ ১) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় হাজ্জের ভাষণে বলেন: « إنَّ دِماءكُمْ ، وَأمْوَالَكُمْ ، وأعْرَاضَكُمْ ، حَرَامٌ عَلَيْكُمْ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا » . (متفق عَلَيْهِ). “নিশ্চয়ই তোমার পরস্পরের রক্ত (জীবন), ধন-সম্পদ ও মান-সম্মান পরস্পরের জন্য হারাম ও সম্মানের যোগ্য, তোমাদের আজকের এ দিনের সম্মানের মতই।”[বুখারী, হাদিস নং- ১০৫; মুসলিম, হাদিস নং- ৪৪৭৭] …