হিজামা(কাপিং)সম্পর্কে হাদীস
📚সুন্নাহ থেকে হিজামা (কাপিং)📚 রাসুল (সঃ) বলেছেন, “যে আমার একটি সুন্নাত পুনরুজ্জীবিত করবে এবং মানুষ এটি চর্চা করবে, সে সুন্নাত পালনকারীর সাথে সমান পুরষ্কার পাবে অথচ সুন্নাত পালনকারীর পুরষ্কার কমানো হবে না।” [সুনানে ইবনে মাজাহ (২০৯)] হিজামা কাপিং শ্রেষ্ঠ চিকিৎসা আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত, রাসুল (সঃ) বলেন, “নিশ্চয়ই আপনার প্রাপ্ত প্রতিকারের মধ্যে হিজামা …