আল-কুরআনের আরবী-বাংলা তিলাওয়াত (Zip ফাইল)  MP3

কুরআনুল কারীম আল্লাহ তাআলার বাণী। কুরআন সমগ্র মানবজাতির জন্য হিদায়াতের প্রধান। এটিই বিশ্বের সর্বাধিক পঠিত কিতাব। এটিই সেই কিতাব যার মাঝে কোন ভুল নেই। আল্লাহ তাআলা বলেন,

ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ ۛ فِيهِ ۛ هُدًى لِّلْمُتَّقِينَ [٢:٢]
এ সেই কিতাব যাতে কোনই সন্দেহ নেই। পথ প্রদর্শনকারী পরহেযগারদের জন্য, ( সুরা আল-বাকারাহ, আয়াত নং-২)

কুরআন পাঠের প্রতিদান অনেক। রাসূল (সা) বলেন, “যে ব্যক্তি পবিত্র কুরআনের একটি অক্ষর পড়বে, সে একটি নেকী পাবে আার একটি নেকী দশ নেকীর সমপরিমাণ।আমি বলছি না যে, ‘আলিফ লাম-মীম এক একটি অক্ষর। বরং ‘আলিফ’ একটি অক্ষর, ‘লাম’ একটি অক্ষর এবং মীম একটি অক্ষর। (সুতরাং আলিফ,লাম ও মীম বললে ত্রিশটি নেকী পাবে)। -তিরমিযী।

আল-কুরআনের পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ পাঠকদের নিকট সহজ করতেই আল-কুরআনের এই আরবী-বাংলা তিলাওয়াত।

আল-কুরআনের এই অডিওতে

আরবী কন্ঠ দিয়েছেন : কাবা শরীফের সম্মানিত খতিব আবদুর রহমান আস-সুদাইস

বাংলা অনুবাদে কন্ঠ দিয়েছেন : বিশ্বের সাড়া জাগানো ডা. জাকির নায়েকের হুবহু বাংলা কন্ঠদান কারী আনোয়ার শাহী।

উত্স:  মাল্টিমিডিয়া পিসি

এর আগের পোস্টে আল-কুরআনের তিলাওয়াত সূরা অনুযায়ী আপলোড করা হয়েছিলো। তাই এবারে চারটি পার্টে সম্পূর্ণ কুরআন আপলোড করা হলো।

কুরআনের এই তিলাওয়াতটি Unzip করতে এই সফটওয়্যার ব্যবহার করুন।

আল-কুরআনের আরবী-বাংলা তিলাওয়াত ডাউনলোড

পার্ট-১ ( সূরা ০১-০৯)

পার্ট-২ (সূরা ১০-২৭)

পার্ট-৩ (সূরা ২৮-৭৭)

পার্ট-৪ ( সূরা ৭৮-১১৪)

Share: