ঐতিহাসিক আরাফার খুতবার বাংলা অনুবাদ
ঐতিহাসিক আরাফার খুতবার বাংলা অনুবাদ ৯ জিলহজ্ব, ১৪৪১ হিজরী (বৃহস্পতিবার, ৩০ জুলাই২০২০ ইংরেজি) খতীব: সর্বোচ্চ ওলামা পরিষদের সদস্য মান্যবর শায়েখ আব্দুল্লাহ বিন সুলাইমান আল মানী (হাফিজাহুল্লাহ)। بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা আল্লাহ তা’আলার যিনি অত্যন্ত ক্ষমাশীল ও মার্জনাকারী, মহাপরাক্রমশালী শক্তিধর ও মহা প্রতাপশালী। যিনি যাবতীয় নিয়তির নির্ধারক এবং মন্দ থেকে ভালো কে প্রভেদ করেন। …