◈ ১) কণ্ঠ স্বর: নিচু স্বরে কথা বলো। (31: 19)
◈ ২) ভাষা:
● মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলো। (2: 83)
● জ্ঞান ছাড়া কথা বলো না। (17:36)
◈ ৩) হাঁটা: অহংকারের সাথে পথ চলো না। (17: 37)
◈ ৪) চোখ: অন্যের সম্পদের দিকে লোভাতুর দৃষ্টিতে তাকাবে না। (15: 88)
◈ ৫) কান: মানুষের গোপন বিষয় অনুসন্ধান করো না। (49:11)
◈ ৫) খাদ্য-পানীয়: অপচয় করো না। (7:31)
◈ ৬) সমাজ জীবন:
● ন্যায়পরায়ণতার সাথে বিবাদ মিটিয়ে দাও। (49:9)
● কারো প্রতি কু ধারণা পোষণ করো না এবং কারো অসাক্ষাতে সমলোচনা করো না। (49:11)
◈ ৭) আচার-ব্যবহার:
● কাউকে উপহাস করো না,
● একে অপরকে দোষারোপ করো না,
● এবং কাউকে মন্দ নামে ডেকো না। (49:12)
কুরআন এভাবেই আমাদের জীবনে সৌন্দর্যের রঙ ছিটিয়ে জীবন ও জগতকে সুখ ও সমৃদ্ধিতে ভরে দেয়।
আল্লাহ তায়ালা বিশ্ব মানবতাকে কুরআনের ছায়াতলে সমবেত হওয়ার তাওফিক দান করুন। আমীন।
➧ বিশেষ দ্রষ্টব্য: প্রথম সংখ্যা দ্বারা সূরা ও ২য় সংখ্যা দ্বারা আয়াত নাম্বার বুঝানো হয়েছে। যেমন (31: 19) এর দ্বারা কুরআনের ৩১ নং সূরা লোকমানের ১৯নং আয়াত বুঝানো হয়েছে।
▬▬▬❖◉❖▬▬▬▬
গ্রন্থনায়: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।