কেউ আপনার সাথে সদাচারণ করলে বা উপকার করলে তার জন্য দো‘আ
«جَزَاكَ اللَّهُ خَيْراً».
(জাযা-কাল্লা-হু খাইরান)।
“আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন।” (তিরমিযী, হাদিস নং ২০৩৫। আরও দেখুন, সহীহুল জামে‘ ৬২৪৪; সহীহুত তিরমিযী, ২/২০০।)
এর প্রতি উত্তরে সেই বেক্তিকে বলতে হবে অর্থাৎ উপকারকারী তখন বলবে-
ওয়া আংতুম ফা জাযাকুমুল্লাহু খাইরন।
অর্থাৎ- আল্লাহ তোমাকেও উত্তম প্রতিদান দিক। (সহিহ ইবনে হিব্বান-৬২৩১)
অথবা ওয়া ইয়্যাক বলতেও পারে।সেটার ও একই অর্থ- আল্লাহ তোমাকেও উত্তম প্রতিদান দিক।
বাংলা উচ্চারনে খাইরন ও বলতে পারেন খইর ও বলতে পারেন অর্থাৎ জাযা-কাল্লা-হু খাইরান বা জাযাকাল্লাহু খইর যেটা বলতে পারেন, সমস্যা নেই। প্রত্যেকেই সুন্নাহটা পালন করবেন ইন-শা-আল্লাহ।