প্রশ্ন : পিরিয়ডের কারণে ছুটে যাওয়া রোযাগুলো রামাযানের পরবর্তীতে কাজা করলে রামাযানের সমপরিমান সওয়াব পাওয়া যাবে কি?
•••••••••••••••••••••••••••••••••••••••••
উত্তর : পিরিয়ডের কারণে ছুটে যাওয়া রোযাগুলো রামাযানের পরবর্তীতে কাজা করলেও ইনশাআল্লাহ রামাযানের সমপরিমান সওয়াব পাওয়া যাবে।
অনুরূপভাবে সফর বা অসুস্থ জনিত কারণে রোযা ভঙ্গ করার পর যদি তা পরবর্তীতে কাজা করা হয় তাহলেও একই সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। কারণ সে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী রোযা ভঙ্গ করেছে। তাছাড়া হাদীসে এসেছে-
«إذا مرضَ العبدُ أو سافر، كُتب له مثل ما كان يعمل، مقيماً صحيحا».
“বান্দা অসুস্থ হলে বা সফর করলে (তার আমলনামায়) ঐ সওয়াব লেখা হবে সুস্থ ও অাবাস অবস্থায় আমল করলে যে সওয়াব লেখা হত।” (সহীহুল জামে, হা/৭৯৯)
〰〰〰〰〰 〰〰〰〰〰
প্রশ্ন : রামাযানে নফল ইবাদত করলে কি দ্বিগুণ সওয়াব পাওয়া যায়?
••••••••••••••••••••••••••••••••••••••••••
উত্তর : রমাযানে নফল ইবাদত করলে দ্বিগুণ সওয়াব পাওয়া যায়- এ কথা সঠিক নয়। অনুরূভাবে রামাযানে একটি নফল অন্যান্য মাসে ফরজের সমান সওয়াব অথবা রামাযানে একটি ফরজ অন্যান্য মাসে সত্তরটি ফরজের সমান মর্মে বণিত হাদীসটি যঈফ বা গ্রহণযোগ্য নয়।
উত্তর দিয়েছেন শাইখ Abdullahil Hadi