ফেসবুক যখন হারাম!

ফেসবুক যখন হারাম!
———————–
(এক) ফেসবুকের নেশা যখন আমার নামাযকে বিলম্বিত করিয়ে দেয়। ফেসবুক তখন হারাম।
.
(দুই) যখন আামর ওয়ালে/পেজে অনৈসলামিক কিছু থাকে, আল্লাহ ও তার রাসুল নারাজ হন এমন কিছু থাকে, তখনো ফেসবুক হারাম।
.
(তিন) যখন আমার প্রোফাইল পিকচারে একজন উলঙ্গ বা অর্ধোলঙ্গ নারীর ছবি থাকে, তখনো ফেসবুক হারাম।
.
(চার) যখন ফেসবুক আমাকে আল্লাহর যিকির ও কুরআন তিলাওয়াত থেকে দূরে সরিয়ে রাখে, তখনো ফেসবুক হারাম।
.
(পাঁচ) যখন ফেসবুকের পুরো সময়টাই অনর্থক চ্যাট, অনর্থক ঝগড়া-গালিতে ব্যয় হয়, তখনো ফেসবুক হারাম।
.
(ছয়) ফেসবুক যখন বেগানা নারী বা পুরুষের সাথে অবৈধ সম্পর্কের মাধ্যম হয়, তখনো ফেসবুক হারাম।
———
আল্লাহ তা‘আলা বলেছেন:
-সে যে কথাই উচ্চারণ করে, তা সংরক্ষণ করে রাখার জন্যে তার কাছে সদা প্রস্তুত প্রহরী আছে (ক্বাফ:১৮)।।

Share: