সাহারী না খেয়ে রোযা হবে?

উত্তর:- সাহারী খাওয়া সুন্নত,
দলিল- আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন যে, তোমরা সাহারী খাও। কেননা সাহারীতে বরকত রয়েছে।
{নাসাঈ ২১৫৫}
তাই কখনো সাহারী ছুটে গেলে না খেয়েই সওম রাখতে হবে,
দলিল- উম্মুল মুমিনীন আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন যে, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) একবার তাঁর কাছে আসলেন এবং জিজ্ঞাসা করলেন, তোমার কাছে আহারের কিছু আছে কি? আমি বললাম না; তখন তিনি বললেন, তাহলে আমি সাওমের নিয়ত করে ফেললাম। আয়িশা (রাঃ) বলেন, তিনি আমার কাছে আরেকবার আসলেন, তখন আমি বললাম: রাসুলুল্লাহ! আমাকে কিছু হায়স উপহার দেওয়া হয়েছিল তিনি বললেন, তাহলে আজ আমি সাওম পালন করব না অথচ আমি সাওমের নিয়্যত করে ফেলেছিলাম.
{নাসাঈ ২৩৩২}
অবশ্য ফরয সিয়ামের নিয়ত ফজরের পূর্বেই করতে হবে,
দলিল- হাফসা (রা) থেকে বর্নিত, তিনি বলেনঃ যে ব্যক্তি ফজরের পূর্বে রাত্রেই সাওমের নিয়্যত না করে তার সাওম পালন হবে না।
{নাসাঈ ২৩৪০}

Share: