দ্রুত ইফতার করা, ছিয়ামের আদব

দ্রুত ইফতার করা, ছিয়ামের আদব !
=========================
ছিয়ামের আদব হচ্ছে, দ্রুত ইফতার করা। সূর্য অস্ত যাওয়া নিশ্চিত হলে বা অস্ত যাওয়ার অনুমান প্রবল হলেই সাথে সাথে দেরী না করে ইফতার করা। কেননা রাসুল ﷺ বলেন,
لَا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ
-মানুষ কল্যাণের মাঝে থাকবে, যতদিন তারা দ্রুত ইফতার করবে।
[বুখারী, অধ্যায়: ছিয়াম, অনুচ্ছেদ: দ্রুত ইফতার করা হা/১৮২১;মুসলিম অধ্যায়: ছিয়াম, অনুচ্ছেদ: সাহুরের ফযীলত, হা/২৬০৮, হাদীসের শব্দাবলী ইভয়ের; তিরমিযী হা/৬৯৯; ইবনু মাজাহ হা/১৬৯৮; দরিমী হা/১৭৫২; আহমাদ হা/২২৮০৪; ইবনু খুযাইমাহ ইরওয়াউল গালীল হা/৯১৭]
 
আবু হুরায়রাহ (রা:) হতে বর্ণীত অপর হাদীসে রাসূল ﷺ বলেন,
-দ্বীন (ইসলাম) ততদিন পর্যন্ত প্রভাবশালী হয়ে থাকবে যতদিন লোকেরা ইফতার জলদি করবে, নিশ্চয়ই ইয়াহুদী এবং নাসারা (ইফতার) বিলম্বে করে।
[ আবু দাউদ হা/২৩৫৩ -হাদীসের শব্দাবলী তার; ইবনু খুযাইমাহ হা/২০৬০;ইবনু হিব্বান হা/৩৫০৩; ইবনু মাজাহ হা/১৬৯৮;ইবনু বায়হাক্বী শু’আবুল ঈমান হা/৩৯১৬; আহমাদ হা/৯৮১০;সহীহ আত-তারগীব হা/১০৭৫]
.
অন্য বর্ণনায় রয়েছে:
-লোকেরা ততদিন কল্যাণে খাকবে যতদিন তারা ইফতার জলদি করবে।
[ইবুন মাজাহ হা/১৬৯৭; ইরওয়াউল গালীল হা/৯১৭]
সবাইকে অনুরোধ সহীহ ইফতারের ক্যালেন্ডার সংগ্রহের চেষ্টা করুন। ‘Sunset Dhaka’, ‘Sunset Chittagong’,,‘Sunset Sylhet’ ইত্যাদি মানে আপনি যে জেলায় অবস্থান করছেন সে জেলার নাম লিখে google.com এ Search দিন। সহীহ ইফতারের সময় আপনি নিজেই দেখতে পাবেন। আপনার বাসার ইফতারের ক্যালেন্ডারের সাথে Real-Time সূর্য্যাস্তের মিল খুঁজে নিন। মনে রাখবেন সূর্য্যাস্তের সাথে সাথেই ইফতার করা সুন্নাত। অবহেলায় এই সুন্নাতের অবহেলা কেন করবেন, যেটা ইহুদী নাসারাদের কাজ? আল্লাহ সবাইকে সঠিক ইসলামী জ্ঞান দান করুন এবং সঠিক দ্বীনের উপর অবিচল থাকার তৌফীক দান করুন।। আমীন ইয়া রাব্বাল আলামীন!!!