যারা জঙ্গিবাদকে সমর্থন করে তাদের ব্যপারে আমরা কি ব্যবস্থা নেব?

যারা জঙ্গিবাদকে সমর্থন করে তাদের ব্যপারে আমরা কি ব্যবস্থা নেব?

মূলঃ শাইখ সালেহ আল ফাওযান

ইংরেজী হতে অনুবাদঃ আবু হাযম মুহাম্মাদ সাকিব চৌধুরী বিন শামস আদ দীন আশ শাতকানী

প্রশ্নঃ আপনি কিছু যুবক পাবেন যারা বোমাবাজি (সন্ত্রাস) কে খারাপ কাজ বলে মনে করে না। তারা হয় এসব সমর্থন করে না হয় এই দলের (সন্ত্রাসী দলের) কাজকে সঠিক বলে ধারণা করে …

উত্তরঃ এমন ব্যক্তি এই দুই ধরনের হবে; হয় ১। সে এক মূর্খ যে তাদের (সন্ত্রাসীদের) সন্দেহাবসর (benefit of the doubt) দেয়। আর তার ব্যপারে, আপনি তাকে তার ভুল ধরিয়ে দেবেন এবং তাকে বুঝাবেন যতক্ষণ না তার ভ্রান্ত ধারণা দূর হয়। অথবা ২। সে তাদের (সন্ত্রাসীদের) সাথে রয়েছে এবং তাদের মতাদর্শ সমর্থন করে। তার বিশ্বাস তাদের বিশ্বাসেরই মত আর সে তাদের মত একই ধারণা পোষণ করে। একেও আপনি সত্য বুঝিয়ে বলবেন, হয়ত সে ফেরত আসবে। সে যদি ফেরত না আসে তবে তার গুনাহ তার উপর। অবশ্য যদি আপনি মনে করেন যে সে নিজে মুসলিমদের পথভ্রষ্ট করবার জন্যে শান্তি আর নিরাপত্তার জন্যে হুমকি হয়ে দাঁড়াবে, সে ক্ষেত্রে যথাযত কর্তৃপক্ষকে তার ব্যপারে জানানো আপনার জন্যে ফরজ। যদি আপনি মনে করেন তার মাঝে এমন কিছু আছে যা শান্তি এবং নিরাপত্তার জন্যে হুমকি অথবা সে আরও অনেক মুসলিমকে বিপথগামী করতে পারে অথবা সে যুব সমাজকে বিপথে ডাকবে, সে ক্ষেত্রে তাকে অবশ্যই (যথাযত কর্তৃপক্ষের কাছে) ধরিয়ে দিতে হবে এবং তার ব্যপারে তথ্য দিতে হবে যাতে তারা তাকে থামায়।

(সূত্রঃ https://goo.gl/qWGlbu)

 

>>>>>Special Courtesy:- dararqam.com<<<<<