মসজিদে শির্ক ও বিদআত প্রসঙ্গ
মহান আল্লাহ বলেন, {ﻭﺃَﻥَّ ﺍﻟْﻤَﺴَﺎﺟِﺪَ ﻟﻠﻪِ ﻓَﻼَ ﺗَﺪْﻋُﻮْﺍ ﻣَﻊَ ﺍﻟﻠﻪِ ﺃَﺣَﺪﺍً} অর্থাৎ, আর অবশ্যই মসজিদসমূহ আল্লাহর। সুতরাং আল্লাহর সঙ্গে আর কাউকে আহবান করো না। (কুরআন মাজীদ ৭২/১৮) তিনি আরো বলেন, “নিজেদের উপর কুফরের সাক্ষ্য দিয়ে মুশরিকদের জন্য আল্লাহর মসজিদ আবাদ করা শুদ্ধ ও শোভনীয় নয়। ওরা তো এমন, যাদের সকল আমল ব্যর্থ এবং ওরা দোযখে …