আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার অতি গুরুত্বপূর্ণ ৫টি দুআ
আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার অতি গুরুত্বপূর্ণ ৫টি দুআ: 🔹 নিম্নে হাদিসে বর্ণিত ইস্তিগফার তথা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার পাঁচটি অতি গুরুত্বপূর্ণ দুআ প্রদান করা হল:(মূল আরবি টেক্সট, উচ্চারণ ও অনুবাদ সহ) ◈ দুআ-১: মূল আরবি: أَستَغْفِرُ اللهَ উচ্চারণ: আস্তাগফিরুল্লা-হ। অনুবাদ: আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি ওয়াক্তের ফরজ সালাতের সালাম …