জিনেরা কি গায়েব জানে
প্রশ্নঃ জিনেরা কি গায়েব জানে ? উত্তরঃ শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমীন (রহ): জিনেরা গায়েব জানে না। আল্লাহ্ ব্যতীত আকাশ-জমিনের কোন মাখলুকই গায়েবের খবর রাখে না। মহান আল্লাহ্ বলেন, যখন আমি তার [সুলাইমানের] মৃত্যু ঘটালাম, তখন ঘুণ পোকাই জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করল। তারা [ধীরে ধীরে] সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল। যখন তিনি মাটিতে পড়ে …