মুমিনের ৫০টি গুনাবলী।(কোরআনের আয়াত দ্বারা)
মুমিনের ৫০টি গুনাবলী।(কোরআনের আয়াত দ্বারা)। 1. আল্লাহ তালার নাম নিলে ভয়ে অন্তর কেঁপে উঠবেঃ ﴿إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ﴾ সাচ্চা ঈমানদার তো তারাই আল্লাহকে স্মরণ করা হলে যাদের হৃদয় কেঁপে ওঠে৷ আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে পড়া হয়, তাদের ঈমান বেড়ে যায় …