মেয়েদের মুখ ঢাকতে হবে কিনা ? এটার শরীয়তের দলীল আছে কিনা ? মুখ কি পর্দার মধ্যে পড়বে ?
উত্তরঃ কোরআন, হাদিস, ইজমা ও কিয়াসের আলোকে গোটা বিশ্বের সকল আলেমদের ঐক্যমতে বালেগা মেয়েদের মুখ পর্দার হুকুমের অন্তর্ভুক্ত। সুতরাং এটা ঢাকতে হবে । কিছু সংখ্যক আলেমদের থেকে এব্যাপারে বিকল্প মত পাওয়া যায় , যারা বলে থাকেন মেয়েদের মুখ পর্দার মধ্যে পড়বে না । এসকল আলেমদের অন্যতম প্রতিনিধিত্বকার ী হলেন আল্লামা আলবানী সাহেব । তাহাদের এমন …