প্রবৃত্তি ও শয়তানের ডাকে যখন নারী সাড়া দেয়
হে নারী ! প্রবৃত্তি ও শয়তানের ডাকে যখন নারী সাড়া দেয়, তখন তার ইচ্ছে করে নিজেকে সুসজ্জিত করে পর পুরুষের সামনে পেশ করতে । প্রকাশ -ব্যাকুল হতে ।তখন সে ভুলে যায়. …আল্লাহর অভিসম্পাতের কথা ।তার ভয়াবহ পরিনতির কথা । যেভাবে এবং যা করে নারী নিজেকে সাজায়, তা যেমন অরুচিকর, তেমনি শরীয়তে নিষিদ্ধ ।এর মধ্যে একটি …