স্ত্রীকে খুশি করতে গিয়ে বাবা-মাকে অসন্তুষ্ট করে জান্নাত হারাবেন না
রাসুল (সাঃ) বলেন- ঐ লোক হতভাগ্য! ঐ লোক হতভাগ্য! ঐ লোক হতভাগ্য! জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসুল (সাঃ), কার শানে একথা বললেন? নবী (সাঃ) বললেন, যে লোক পিতা-মাতার একজন কিংবা দুজনকে তাদের বৃদ্ধ বয়সে পেলো অথচ জান্নাতে দাখিল হল না (তাদের সেবা করার মাধ্যমে), সে হতভাগ্য। (মুসলিম-২৫৫১) বৃদ্ধ বয়সে পিতা-মাতার সেবা করা, কথাটা শুনতে …