বহুল প্রচলিত কয়েকটি শিরক, তাওবা না করে মারা গেলে নিশ্চিত জাহান্নাম
বহুল প্রচলিত কয়েকটি শিরক, তওবা না করে মারা গেলে নিশ্চিত জাহান্নাম । . –শরিরে যেকোন প্রকার তাবিজ ঝুলানো শিরক [মুসনাদে আহমদ: ১৭৪৫৮,সহিহ হাদিস:৪৯২] . –আল্লাহ ব্যাতিত অন্য কারো নামে কসম করা শিরক [আবু দাউদ:৩২৩৬(ইফা)] . –কোন কিছুকে শুভ-অশুভ লক্ষন বা কুলক্ষণ মনে করা শিরক [বুখারি :৫৩৪৬, আবু দাউদ:৩৯১০] . –আল্লাহর গুনবাচক নামে অন্য কাউকে ডাকা …