সালামের প্রচার-প্রসার ঘটাও (সালাম সংক্রান্ত বিধিবিধান)
মূল: আবদুল মালেক আল কাসেম অনুবাদ: আখতারুল আমান বিন আব্দুস সালাম সম্পাদনা: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল بسم الله الرحمن الرحيم প্রশংসা মাত্র এক আল্লাহর জন্য। দরূদ ও সালাম অবতীর্ণ হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর যার পর আর কোন নবী নেই। সালাম একটি প্রাচীন সুন্নাত যা আদম আলাইহিস সালাম থেকে শুরু …