হাদীছের মর্যাদা ও হাদীছ অমান্য করার পরিণতি
হাদীছের মর্যাদা ও হাদীছ অমান্য করার পরিণতি হাদীস অস্বীকার প্রসঙ্গে দুটি কথা: সুপ্রিয় বন্ধুগণ, বর্তমান যুগে অগণিত ফিতনার মাঝে একটি বড় ফিতনা হল হাদীস অস্বীকার করা ফিতনা। এই হাদীস অস্বীকার কারীর দল তাদের নোংরা নখর বের করে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর স্বত্বা এবং হাদীসে রাসূলের উপর কঠিন ভাবে আক্রমণ শুরু করেছে। কারণ, …