হতাশ হওয়া মুমিনের স্বভাব নয়
কখনো কখনো নানা কারণে আমরা এমন সব অনভিপ্রেত পরিস্থিতির সম্মুখীন হই যেখানে নিজেকে অনেক দুর্বল ও অসহায় মনে হয়। দু:শ্চিন্তায় মাথা হ্যাং হয়ে যায়। আশঙ্কায় ছোট্ট বুক দূরদূর করে কাঁপতে থাকে। বুকের ভেতর একরাশ বেদনা বরফের মত জমা হয়ে লোনা জল হয়ে বের হয়ে আসে দু চোখ বেয়ে। কোন কোন হতভাগা তো জীবনটাকেই নি:শেষ করে …