টাকা দিয়ে ফিতরা আদায় করলে তা যথেষ্ট হবে কিনা এ নিয়ে বিংশ শতাব্দীর চারজন শ্রেষ্ঠ আলেমের ফতওয়া
টাকা দিয়ে ফিতরা আদায় করলে তা যথেষ্ট হবে কিনা এ নিয়ে বিংশ শতাব্দীর চারজন শ্রেষ্ঠ আলেমের ফতওয়া ও সাউদির স্থায়ী ফতওয়া বোর্ডের ফতওয়া নিম্নরুপ—- 📚১. আল্লামাহ নাছির-উদ-দ্দিন আলবানী (রহিমাহুল্লাহ্) বলেছেন, “যারা বলেন, অর্থ দ্বারা ফিতরা আদায় করা জায়েয, তারা ভুলে পতিত হয়েছেন। কেননা তারা সুস্পষ্ট দলিলের বিরোধিতা করছেন।” রেফারেন্স – আলবানী (রহিমাহুল্লাহ্), সিলসিলাতুল হুদা ওয়ান নূর; ২৭৪ নং অডিও ক্লিপ 📚২. আল্লামাহ বিন …