এস্তেগফার- বিয়ে ও রিজক এবং দুশ্চিন্তা ও ডিপ্রেশন থেকে মুক্তির উপায়।
এস্তেগফার- বিয়ে ও রিজক এবং দুশ্চিন্তা ও ডিপ্রেশন থেকে মুক্তির উপায়। আমি তখন জালালাইন জামাতের ছাত্র। জালালাইন (একটি তাফসীরগ্রন্থ) এর দারসে আমাদের উস্তাদে মুহতারাম মুফতী শাফিকুর রাহমান একটি ঘটনা শেয়ার করলেন তার নিজের জীবন থেকে। দীর্ঘদিন তার সন্তান হয় না। (তিনি সময়টা বলেছিলেন সম্ভবত ১৭ বছর) একদিন তিনি হাদিসে পেলেন এস্তেগফার এর ফজীলত। আমল শুরু …