স্বলাতের সময় টুপি না পরা
স্বলাতের সময় টুপি না পরা স্বলাতের সময় টুপি না পরা জাল হাদীছের কবলে রাসূলুল্লাহ (ﷺ)-এর স্বলাত- এর অংশবিশেষ শায়খ মুযাফফর বিন মুহসিন অনেক মুছল্লীকে দেখা যায় গোঁড়ামী করে টুপি পরে না। এমনকি উন্মুক্ত মাথায় স্বলাত আদায় করে। এটা নিঃন্দেহে সৌন্দর্যের খেলাপ। রাসূল (ﷺ) টুপি পরেছেন মর্মে কোন সহিহ হাদীছ পাওয়া যায় না। কারণ তিনি পাগড়ী …