আমাদের নবী (সাঃ) কি গায়েব জানতেন? কুরআন ও হাদীস কি বলে?
নবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম ‘সীরাহ’ (জীবনী) থেকে শিক্ষাঃ নবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম কোন এক যুদ্ধের সফরে সংগী-সাথীদের নিয়ে বের হলেন, আর তাঁর সংগিনী হিসেবে আয়িশাহ রাদিয়াল্লাহু আ’নহা কে সাথে নিলেন। পথিমধ্যে আয়িশাহ রাদিয়াল্লাহু আ’নহার ‘গলার হার’ (নেকলেস) ছিড়ে পড়ে গেলো, কিন্তু কখন পড়লো তিনি সেটা টের পেলেন না। যখন তিনি বুঝতে পারলেন তাঁর …