গণক, জ্যোতিষী, দৈবজ্ঞ ইত্যাদির নিকট যাওয়ার বিধান এবং এদেরকে চেনার ২০টি আলামত
ইসলামের দৃষ্টিতে কথিত গণক, জ্যোতিষী, ঠাকুর, সাধু-সন্ন্যাসী, ভবিষ্যৎবক্তা ইত্যাদির কাছে নিজের ভাগ্য পরীক্ষা, হারানো বস্তু ফিরে পাওয়া, অদৃশ্য বিষয়ে জানতে চাওয়া ইত্যাদি উদ্দেশ্যে যাওয়া বা তাদেরকে কোন কিছু জিজ্ঞেস করা হারাম। বহু হাদিসে এ ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা ও হুশিয়ারি উচ্চারিত হয়েছে। যেমন: – নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, مَنْ أَتَى عَرَّافًا فَسَأَلَهُ عَنْ شَيْءٍ …