দুইটি গুরুত্বপূর্ণ হাদীসের ওপর আমল করলেই খুব সহজেই অলসতা দূর করা সম্ভব।
.প্রথম হাদীসটি ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের ‘রাহে বেলায়েত’ বইয়ে পেয়েছিলাম। সেখানেই রেফারেন্স দেয়া আছে। . হাদীসটি হলোঃ সাওবান রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন: “কে আছে, যে দায়িত্ব গ্রহণ করবে যে, সে কারও কাছে কিছু চাইবেনা, তাহলে আমি তার জান্নাতের দায়িত্ব গ্রহণ করব।” সাওবান রা. বলেন: “আমি বললাম, ইয়া রাসূল্লাল্লাহ, আমি।” …