যারা বিয়ের পূর্বে বিভিন্ন শর্ত জুড়ে দেয় তাদের প্রতি
➰ বিয়ের উদ্দেশ্য হল, হালাল পন্থায় জৈবিক চাহিদা পূরণের মাধ্যমে পবিত্র জীবন গঠন করা এবং সন্তান-সন্ততি জন্ম দেয়ার মাধ্যমে আল্লাহর জমিন আবাদ রাখা।➰ হাদিসে বিবাহকে দ্বীনের অর্ধেক বলা হয়েছে। সুতরাং দ্বীনের পূর্ণাঙ্গতা, চারিত্রিক পবিত্রতা এবং মানব জাতির ধারাবাহিকতার বজায় রাখার মাধ্যমে পৃথিবী আবাদ করার স্বার্থে বিয়ের উপযুক্ত হলে অনতি বিলম্বে বিয়ে করা কর্তব্য। ➰ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি …